Categories: শিক্ষা

মুক্তাগাছায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অফিস আদেশ জারি

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা

মুক্তাগাছায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অফিস আদেশ প্রেরণ করেছেন নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজম। বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা কর্তৃক আয়োজিত মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা শেষে তিনি এই অফিস আদেশ জারি করেন।

জানাযায়, সনাক মুক্তাগাছা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে ২০২২ সাল থেকে প্যাকটা নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে উপজেলাধীন ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সময়ে কমিউনিটি মনিটরিং, কমিউনিটি অ্যাকশন সভা ও নাগরিক সভা বাস্তবায়ন করেছে। এসকল কার্যক্রমের মাধ্যমে উত্থাপিত সমস্যা সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা আয়োজন করা হয়। বুধবার সনাক কর্তৃক অধিপরামর্শ সভায় উত্থাপিত সমস্যাসমূহের মধ্যে ৭টি বিষয় উল্লেখ করে তা সমাধানে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর তাৎক্ষণিক অফিস আদেশ জারি করেন।

এগুলোর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের সুবিধাজনক স্থানে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও এ সংক্রান্ত রেজিস্টার খাতা সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা। প্রতিবন্ধীবান্ধব কাঠামো (শ্রেণিকক্ষ, টয়লেট, প্রবেশ পথ) ও সরঞ্জামাদি নিশ্চিত করা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পানির সুব্যবস্থা করা। দুর্নীতিবিরোধী চেতনা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরী ও নিয়মিত বাস্তবায়ন করা। রশিদ ব্যতিত অর্থ লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাক। যৌন হয়রানিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে বৈষম্যহীন আচরণ ও সুবিধা নিশ্চিত করা এবং স্বজনপ্রীতিমুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তোলা। উক্ত বিষয়সমূহ বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় জাকিয়া আক্তার ও জেসমিন খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারদ্বয় উপস্থিত ছিলেন।

টিআইবি”র এরিয়া কোঅর্ডিনেট মো: দেলোয়ার এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সনাক মুক্তাগাছা শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য হেলাল উদ্দিন নয়ন। সমাধানের লক্ষ্যে বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরেন মুক্তাগাছা সনাকের সদস্য ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সনাক-মুক্তাগাছা এর সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমান, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক মুক্তাগাছা এর সদস্য সেলিনা আক্তার। এছাড়াও সনাক সদস্য, দেলোয়ারা আক্তার লাভলীসহ ইয়েস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

1 hour ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

10 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

16 hours ago

This website uses cookies.