ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গা কুমার নদ থেকে চয়ন দাস (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলেজপাড়া কুমার নদের ঘাটলা থেকে মরহেদ উদ্ধার করা হয়।
নিহত চয়ন দাস পৌরসভার চৌধুরীকান্দা শদরদীর গৌরাঙ্গ দাসের ছেলে। সে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলো। চয়নের পরিবার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
চয়নের বাবা গৌরাঙ্গ দাস জানায়, আজ দুুপুরের পর চয়নের মামা বাড়ি বেড়াতে যাওয়ার কথা ছিলো। তাই সে তাঁর মায়ের কাছে কুমার নদের ঘাটে গোসল করতে বায়না ধরে। কিন্তু, চয়ন নদীতে সাতার কাটতে না জানায়, তাকে নদীতে গোসলে যেতে বারংবার নিষেধ করার পরও কাইকে না বলেই গোসলে যায়। এরপর প্রায় ঘন্টা খানেক চয়নকে খুঁজাখুঁজির পর নদীর ঘাটলায় গিয়ে দেখা যায় চয়নের পায়ের স্যান্ডেল পড়ে আছে। কিন্তু, চয়ন নেই। চয়নের মা কান্না জড়িত কন্ঠে বলছিলেন, ‘বিধির লিখন না যায় খন্ডন’। ‘ভগবান আমার কি পরিক্ষা নিলো’ আমার শিশু ছেলেটি পানিতে ডুবেই মারা গেলো।
স্থানীয়রা জানায়, ভাঙ্গা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানোর পর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুপুর আড়াইটার দিকে চয়নের নিথর মরদেহ নদীর পানির নিচ থেকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানায়, কুমার নদের পাড়ের দিকে পানির নিচে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.