Categories: রাজনীতি

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ছানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের সরকারি রাজেন্দ্র ‌ কলেজ মাঠে ‌ এই কর্মীসভা ‌ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলামা মোহাম্মদ বদরুদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোবারক হোসেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, মাওলানা সরোয়ার, এ সময় ফরিদপুর জেলা জামাতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন বলেন, ” বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার দেশের জনগণের উপর জুলুম, অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিল গত সরকারের জুলুমের প্রধান টার্গেট। জামায়াতে ইসলামীর অনেক নেতাকে জুডিশিয়াল ক্যু এর মাধ্যমে হত্যা করেছে ৷ এরমধ্যে ফরিদপুরের দুই সন্তান তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ‌ এবং ‌ জেনারেল সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে৷ আগামীতে জামায়াত ক্ষমতায় এলে এই ঘটনার সাথে জড়িত সবার বিচার করা হবে৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের ভিত্তিতে ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য দেশে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার জন্য নেতাকর্মীদেরকে জনগণের ঘরে ঘরে গিয়ে ইসলামী শাসনব্যাবস্থা সম্পর্কে অবগত করার আহ্বান জানান।

এছাড়া গত পাঁচ আগস্টের জনতার বিপ্লবে শহীদ হওয়া প্রতিটি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। বক্তারা চিরজীবন এদেশের ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞ থাকা অঙ্গীকার করেন৷ এছাড়া শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করে সাজাতে চান যাতে শিক্ষাজীবন শেষে ছাত্রসমাজকে বেকার বসে থাকতে না হয়।এছাড়া তিনি দেশের নারী সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয় যে আমরা ক্ষমতায় গেলে দেশের আমাদের মা-বোনদেরকে ঘরে আবদ্ধ করে রাখব৷ তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন বলেন। বাংলাদেশকে একটি ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার তো করার আশাবাদ ব্যক্ত করেন৷ ফরিদপুরের মাটিকে জামায়াতে ইসলামীর দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান। বক্তারা বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ কোন শক্তি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

1 hour ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

10 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

16 hours ago

This website uses cookies.