কাউনিয়ার প্রতিবন্ধি শিক্ষার্থী কলি রাণীকে বই প্রদান

- আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৭৪ বার পড়া হয়েছে
কাউনিয়া (রংপুর) পতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের পিত্রীহারা প্রতিবন্ধী মেধাবী ছাত্রী কলি রানী কে পীরগাছা উপজেলার দিনেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন রায় এর কন্যা প্রতিবন্ধী মেধাবী ছাত্রী কলি রানীর বাড়িতে গিয়ে গত বুধবার সন্ধায় দিনেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুমন চন্দ্রের অর্থায়নে তাঁর একাদশ শ্রেনীর যাবতিয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ প্রদান করেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল। এসময় দিনেশ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন- নয়াদিগন্ত পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি মোঃ গোলাম আজম সরকার, যুগের আলো পত্রিকার কাউনিয়া প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
শারীরিক প্রতিবন্ধি কলি রানী পা দিয়ে লিখে গদাই সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি, কাউনিয়া দ্বী-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাস করে কাউনিয়া কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। দিনেশ ফাউন্ডেশন কলি রানীর আগামী একবছরে যা যা শিক্ষা উপকরণ লাগবে সবই প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাতার প্রবাসি সুমন চন্দ্র।
দৈনিক প্রলয়/এসিএল