ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত আলী নামের এক অসহায় পরিবারের রোপণকৃত কাকরুল গাছের বাগান কেটে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নজরুল, রিয়াজ, রুবেল, আলামিন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দুই পরিবারের মধ্যে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তারা বৈধভাবে উক্ত জমিতে দীর্ঘদিন যাবৎ কাকরুল চাষ করে আসছিল।

সম্প্রতি প্রতিপক্ষ আনুমানিক সন্ধ্যা সারে ছয়টায়, রিয়াজ, নজরুল, রুবেল, আলামিন্সহ কতিপয় দুস্কৃতকারি উগ্রবাদী হঠাৎ করেই জমিটি নিজেদের দাবি করে সেখানে প্রবেশ করে এবং কাঁচি ও দা দিয়ে শত শত কাকরুল গাছ কেটে ফেলে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা। এবং বিভিন্ন রকম খুন, যখম করার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক এবং অসহায় পরিবারটি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। এ ধরনের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন তারা।

এইবিষয়ে বিবাদী রিয়াজের সাথে কথা বলতে চাইলে তিনি উগ্রমেজাজ ভাষায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি দেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত আলী নামের এক অসহায় পরিবারের রোপণকৃত কাকরুল গাছের বাগান কেটে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নজরুল, রিয়াজ, রুবেল, আলামিন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দুই পরিবারের মধ্যে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তারা বৈধভাবে উক্ত জমিতে দীর্ঘদিন যাবৎ কাকরুল চাষ করে আসছিল।

সম্প্রতি প্রতিপক্ষ আনুমানিক সন্ধ্যা সারে ছয়টায়, রিয়াজ, নজরুল, রুবেল, আলামিন্সহ কতিপয় দুস্কৃতকারি উগ্রবাদী হঠাৎ করেই জমিটি নিজেদের দাবি করে সেখানে প্রবেশ করে এবং কাঁচি ও দা দিয়ে শত শত কাকরুল গাছ কেটে ফেলে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা। এবং বিভিন্ন রকম খুন, যখম করার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক এবং অসহায় পরিবারটি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। এ ধরনের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন তারা।

এইবিষয়ে বিবাদী রিয়াজের সাথে কথা বলতে চাইলে তিনি উগ্রমেজাজ ভাষায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি দেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।