ভাংগায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

- আপডেট সময় : ০৭:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১৩৫ বার পড়া হয়েছে
মো. ওয়াহিদুজ্জামান
ফরিদপুরের ভাংগায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকান্ড- বাস্তবায়নসহ সার্বিক বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত এ খোদা। সোমবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনমিয় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ভাংগা উপজেলায় বিবাদমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত -এ-খুদা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বি.এম. কুদরত -এ-খুদা উপজেলায় বিবাদমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান ও করণীয় সব কিছুই করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র জনতাও প্রশাসন কে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান। ভাংগা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন। ভাংগা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মির্জা ইমরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক -আশরাফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিশু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব -সজিব মাতুব্বর, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক -আনিস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব -আশিক, ছাত্রদলের সজল,হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা উসমান ও মির্জা আমিনুর রহমান প্রমূখ।