ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চকবাজার থানার মামলায় ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। অপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামিদের জামিন নামঞ্জুর করেন।

গত ২৪ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় শাহবাগ থানার আরেক মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জের ধরে কিছু শিক্ষার্থী বিভিন্ন দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে আসছিল। তারই ধারাবাহিকতায় ২০ অক্টোবর অজ্ঞাতনামা ৪০-৫০ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী দলবদ্ধ হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল গেটে অবস্থান নেয়।

 

দৈনিক প্রলয়/এমএআর

নিউজটি শেয়ার করুন

শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চকবাজার থানার মামলায় ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। অপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামিদের জামিন নামঞ্জুর করেন।

গত ২৪ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় শাহবাগ থানার আরেক মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জের ধরে কিছু শিক্ষার্থী বিভিন্ন দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে আসছিল। তারই ধারাবাহিকতায় ২০ অক্টোবর অজ্ঞাতনামা ৪০-৫০ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী দলবদ্ধ হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল গেটে অবস্থান নেয়।

 

দৈনিক প্রলয়/এমএআর