অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
অপরাধী যতো প্রভাবশালীই হোক না কেনো, তাদের ছাড় দেয়া হবে না। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় উন্নত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে সচিবালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মাদপুরের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুরো শহরের পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে। রাজধানী ঢাকার সব পুলিশকে বদলি করা হয়েছে। যে কারণে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের একটু সময় লাগছে বলে জানান তিনি।
আরো পড়ুন-
- সেনাবাহিনী একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠবে: লেঃ জেনাঃ মোঃ ফয়জুর রহমান
- রিমান্ডে অসুস্থ শাজাহান খান, ঢাকা মেডিকেলে ভর্তি
- শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর
- সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সড়কে কোনোভাবে ভ্রাম্যমাণ দোকান বসতে দেয়া হবে না। ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে আসছে। যানগুলোর এই অবাধ চলাচল শিগগিরই বন্ধ করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা