ক্যাম্পাসকে সন্ত্রাসের আখড়া করা যাবে না: প্রেস সচিব

- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৬৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী হতে পারে। ক্যাম্পাস গুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে থেকে উদ্ধুদ্ধ হয়।
শনিবার (৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন-
- আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব: মিয়া গোলাম পরওয়ার
- বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র
- বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশের নিচে নামিয়ে আনল আদানি
প্রেস সচিব আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে ছাত্রলীগ। পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল ছাত্রলীগ। চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করে রেখেছিল। সাধারণ ছেলেমেয়েদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে রাখে।
বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে বলেও মন্তব্য করেন শফিকুল আলম।