ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় খালপাড়ে পাওয়া গেল শিক্ষকের লাশ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৮৮ বার পড়া হয়েছে

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁেজর তিন দিন পর গতকাল শনিবার মোঃ সালাউদ্দিন (শাহাবুদ্দিন) (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম মাদ্রাসা সংলগ্ন খালপাড় থেকে গতকাল রাত সাড়ে আটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ওই দেবত্র গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। ১২ বছর এবং ৭ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক নিহত শাহাবুদ্দিন মিরুখালী ওয়াহেদাবাদ গ্রামের নূর আলা নূর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। লাশ উদ্ধারের সময় মৃত দেহের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। শরীরে কোন কাপড় বা পোশাক নেই। পরনে লুঙ্গি ছিল।

স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে সে নিখোঁজ ছিল। সম্প্রতি সময়ে বেশ কিছুদিন সে নিখোঁজ ছিল। তবে তার সাথে অনেকেরই আর্থিক লেনদেনের বিষয় আছে বলে স্থানীয়রা জানান। এটা আত্মহত্যা না হত্যা, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বা ধারণা করতে পারছেন না।

আরো পড়ুন-

নূর আলা নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সকলের সাথে সুন্দর ব্যবহার করেছেন। অফিসিয়াল কাজ তিনিই করতেন। শুনেছি গত বৃহস্পতিবার বিকেলে গোরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ রাতে তার লাশ পাওয়া যায়। আমার মাদ্রাসার শিক্ষাঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। লাশের গায়ে কোন প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় খালপাড়ে পাওয়া গেল শিক্ষকের লাশ

আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁেজর তিন দিন পর গতকাল শনিবার মোঃ সালাউদ্দিন (শাহাবুদ্দিন) (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম মাদ্রাসা সংলগ্ন খালপাড় থেকে গতকাল রাত সাড়ে আটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ওই দেবত্র গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। ১২ বছর এবং ৭ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক নিহত শাহাবুদ্দিন মিরুখালী ওয়াহেদাবাদ গ্রামের নূর আলা নূর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। লাশ উদ্ধারের সময় মৃত দেহের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। শরীরে কোন কাপড় বা পোশাক নেই। পরনে লুঙ্গি ছিল।

স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে সে নিখোঁজ ছিল। সম্প্রতি সময়ে বেশ কিছুদিন সে নিখোঁজ ছিল। তবে তার সাথে অনেকেরই আর্থিক লেনদেনের বিষয় আছে বলে স্থানীয়রা জানান। এটা আত্মহত্যা না হত্যা, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বা ধারণা করতে পারছেন না।

আরো পড়ুন-

নূর আলা নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সকলের সাথে সুন্দর ব্যবহার করেছেন। অফিসিয়াল কাজ তিনিই করতেন। শুনেছি গত বৃহস্পতিবার বিকেলে গোরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ রাতে তার লাশ পাওয়া যায়। আমার মাদ্রাসার শিক্ষাঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। লাশের গায়ে কোন প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।