ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ধান বোঝাই নৌকা ডুবে মাঝির মৃত্যু নিয়ে রহস্য

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনা সদর ইউনিয়নের ধনু নদীতে ধান বোঝাই নৌকা ডুবে এলাচ মিয়া (৩৫) নামের এক মাঝির মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের কাকঠেঙ্গুর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাচ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ডেকোনা গ্রামের মৃত অলি রহমানের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মাঝির মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তাঁর ধান বোঝাই নৌকাটি কাকঠেঙ্গুর সেতু সংলগ্ন ধনু নদীতে রেখে বাড়ি যান। রাতের খাবার খেয়ে এলাচ মিয়া নৌকায় রাতযাপন করেন। আজ রোববার সকালে জাহাঙ্গীর সেখানে গিয়ে দেখেন নৌকাটি নেই। এলাচের মোবাইল নম্বরও বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে নদীতে ডুবন্ত নৌকা দেখলেও মাঝির সন্ধান পাননি।

আরো পড়ুন-

খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযানে এলাচ মিয়ার লাশ উদ্ধার করে ইটনা থানায় হস্তান্তর করা হয়।

নৌকার মালিক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় নৌকায় তালা দিয়ে বাড়িতে যাই। এলাচ রাতে নৌকায় এসে ঘুমায় বলে শুনেছি। এখন তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে কী হলো বুঝতে পারছি না।’

দৈনিক প্রলয়/এএএস

 

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে ধান বোঝাই নৌকা ডুবে মাঝির মৃত্যু নিয়ে রহস্য

আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনা সদর ইউনিয়নের ধনু নদীতে ধান বোঝাই নৌকা ডুবে এলাচ মিয়া (৩৫) নামের এক মাঝির মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের কাকঠেঙ্গুর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাচ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ডেকোনা গ্রামের মৃত অলি রহমানের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মাঝির মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তাঁর ধান বোঝাই নৌকাটি কাকঠেঙ্গুর সেতু সংলগ্ন ধনু নদীতে রেখে বাড়ি যান। রাতের খাবার খেয়ে এলাচ মিয়া নৌকায় রাতযাপন করেন। আজ রোববার সকালে জাহাঙ্গীর সেখানে গিয়ে দেখেন নৌকাটি নেই। এলাচের মোবাইল নম্বরও বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে নদীতে ডুবন্ত নৌকা দেখলেও মাঝির সন্ধান পাননি।

আরো পড়ুন-

খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযানে এলাচ মিয়ার লাশ উদ্ধার করে ইটনা থানায় হস্তান্তর করা হয়।

নৌকার মালিক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় নৌকায় তালা দিয়ে বাড়িতে যাই। এলাচ রাতে নৌকায় এসে ঘুমায় বলে শুনেছি। এখন তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে কী হলো বুঝতে পারছি না।’

দৈনিক প্রলয়/এএএস