ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ক পতিবেদক

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, ঢাকাবাসী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে। এ ঘটনায় ডিএমপি নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ডিএমপি ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেছেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। এ সময় ঢাকাবাসী তথা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার।

আরো পড়ুন-

শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই-আগস্টে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সহমর্মিতা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেয়ার জন্য কাজ শুরু করছে। ইতিমধ্যে ডিএমপির যেসব সদস্য অপেশাদারিত্ব কাজ করেছে তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রলয় ডেস্ক এএএস

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

নিজস্ক পতিবেদক

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, ঢাকাবাসী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে। এ ঘটনায় ডিএমপি নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ডিএমপি ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেছেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। এ সময় ঢাকাবাসী তথা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার।

আরো পড়ুন-

শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই-আগস্টে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সহমর্মিতা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেয়ার জন্য কাজ শুরু করছে। ইতিমধ্যে ডিএমপির যেসব সদস্য অপেশাদারিত্ব কাজ করেছে তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রলয় ডেস্ক এএএস