ছাত্র আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

- আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
নিজস্ক পতিবেদক
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন-
- ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইইউর ২৮ রাষ্ট্রদূতেরপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে
- অপূর্ব ম্যাজিক দিয়ে বছর শেষ
শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই-আগস্টে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সহমর্মিতা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেয়ার জন্য কাজ শুরু করছে। ইতিমধ্যে ডিএমপির যেসব সদস্য অপেশাদারিত্ব কাজ করেছে তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
প্রলয় ডেস্ক এএএস