ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত,আহত -১

- আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ বাকি জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
আরো পড়ুন-
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি কার্যক্রম শুরু
- বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন
- ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা
দৈনিক প্রলয়/এমএআর