আদালতের নির্দেশে ১৮ বছরপর জমি পেলেন নুরজাহান বেগম

- আপডেট সময় : ০২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের স্থানীয় প্রভাবশালী মো. মেহেরজামালের দখলে থাকা দুই অংশে (১ একর ২১ শতক ও ১৪ শতক) জমি আদালতের রায়ে প্রায় ১৮ বছর পরে ফিরে পেলেন জমির প্রকৃত মালিক মোছা. নুর জাহান বেগম।
জমিটি নিয়ে দীর্ঘ ১৮ বছর থেকে মামলা সংক্রান্ত জটিলতা ও মালিকানা নিয়ে এলাকায় ব্যাপক দ্বন্দ্ব চলছিলো উভয়পক্ষের মধ্যে। পরে মামলা দায়ের হলে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বাদী-বিবাদীর দলিলাদি যাচাইপূর্বক মোছা. নুর জাহানের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত পরশু ১০ ডিসেম্বর নিজ জমি ফিরে পেলেন দরিদ্র মোছা. নুর জাহান বেগম।
এ ব্যাপারে জমির মালিক মোছা. নুর জাহান বেগম বলেন, প্রভাবশালী মেহেরজামালের কাছ থেকে আইনি লড়াইয়ে জমিটি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছি। কিন্তু এখন প্রতিপক্ষ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মামলা করে হয়রানির পায়তারার আশঙ্কা করছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর জমির প্রকৃত মালিক তাঁর জায়গায় ফিরে যেতে আইনগতভাবে সকল সহযোগিতা করা হয়।