সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামাদের দাফন

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
মেহেদী হাসান , ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদের (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসা ও এতিমখানা মাঠে প্রথম জানাজা ও পরে বোয়াইলমারী দিগর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বোয়াইলমারী দিগর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল।
আরো পড়ুন-
- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর
- ওবায়দুল কাদেরের খবর থাকলে ধরে ফেলতাম : স্বরাষ্ট্র উপদেষ্টা
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
দৈনিক প্রলয় এএএস