ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ২২৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম মারুফ, সালথা

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউলীকান্দা গ্রামের স্থানীয় হাফেজ মোল্যার জমিতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। ‌লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও থেকে মেরে ওই নারীর লাশ এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ‌পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

সালথায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

সাইফুল ইসলাম মারুফ, সালথা

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউলীকান্দা গ্রামের স্থানীয় হাফেজ মোল্যার জমিতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। ‌লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও থেকে মেরে ওই নারীর লাশ এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ‌পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।