কাঁঠালিয়ায় নারী মাছ বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ক প্রতিবেদক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তাজনেহার (৪৫) নামে মাছ বিক্রেতা এক নারীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।নিহত তাজনেহার উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাতে তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন। রাতে তিনি বাসায় একাই ছিলেন। তাকে হত্যা করে টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় আসলে তাঁর মরদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখতে পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। রাশিদা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং কাঠালিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আকন বলেন,তাজনেহার একজন মাছ ব্যবসায়ী। তিনি গতকাল রাতে মাছ বিক্রি করে বাসায় আসেন। হয়তোবা তার টাকা পয়সা নিয়ে তাকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তার স্বামী ও সন্তান ঢাকায় থাকেন তিনি একা বাসা ভাড়া নিয়ে কাঁঠালিয়ায় থাকতেন।
আরো পড়ুন-
- উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক প্রলয় এএএস