ভালুকায় বিএনপির যুগ্ম আহবায়ককে শোকজ

- আপডেট সময় : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
ভালুকা সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারোয়ার জাহান এমরানকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার রোকনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়।
নোটিশে বলা হয়, গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারোয়ার জাহান এমরানের নেতৃত্বে আতাহার, লালু, খোকা, শাহীন, মেহের এবং তাঁর সহোদর ছোট ভাই বহিষ্কৃত সাবেক ছাত্রনেতা আলাদিন টুটুলসহ ৩০/৪০ জন ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে অবস্থিত একটি ফার্ম হাউজে হামলা চালিয়ে তাঁর কর্মচারীদেরকে মারধরসহ মালামাল লুট করে লাখ লাখ টাকার ক্ষতি করা হয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে বাটারফ্লাই কোম্পানিতে হামলার জন্য তাঁকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছিলো।
দল তাঁকে উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক পদ দেয়ার পরও বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিলোনা বলে নোটিশে উল্লেখ করা হয় এবং সাতদিনের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের কাছে লিখিতভাবে জবাব দেয়ার জন্য বলা হয়।