ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক ইউপি চেয়ারম্যান

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আ:লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন ভূইয়াকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধা ৭টায় ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর টহল টিম চন্ডিপাশা ইউনিয়নের সুরুজ মিঞার বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়াকে আটক করে নিয়ে যায়। পরে থানায় হস্তান্তর করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাতে জনৈক খোকন মিয়া নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চেয়ারম্যানসহ সাতজনকে অভিযুক্ত করে চাঁদা চাওয়া ও নেওয়ার দাবিতে মামলা করেন। মামলার বাদী মোঃ খোকন মিয়া উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মো:হাসিম উদ্দিনের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়,তিনিসহ অনেকেই নান্দাইল চৌরাস্তা এলাকায় মাছ ও সবজি বাজারের সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন।

এ অবস্থায় দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ৩০ টাকা চাঁদা আদায় ছাড়াও সম্প্রতি এককালীন পাঁচ হাজার করে টাকা দিতে বলেন চেয়ারম্যান শাহাব উদ্দিন। চাঁদা ছাড়াও এককালীন টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।পরবর্তীতে শনিবার (১১ জানুয়ারি) সকালে জেল হাজতে প্রেরণ করেন থানা মডেল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আ:লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন ভূইয়াকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধা ৭টায় ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর টহল টিম চন্ডিপাশা ইউনিয়নের সুরুজ মিঞার বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়াকে আটক করে নিয়ে যায়। পরে থানায় হস্তান্তর করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাতে জনৈক খোকন মিয়া নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চেয়ারম্যানসহ সাতজনকে অভিযুক্ত করে চাঁদা চাওয়া ও নেওয়ার দাবিতে মামলা করেন। মামলার বাদী মোঃ খোকন মিয়া উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মো:হাসিম উদ্দিনের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়,তিনিসহ অনেকেই নান্দাইল চৌরাস্তা এলাকায় মাছ ও সবজি বাজারের সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন।

এ অবস্থায় দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ৩০ টাকা চাঁদা আদায় ছাড়াও সম্প্রতি এককালীন পাঁচ হাজার করে টাকা দিতে বলেন চেয়ারম্যান শাহাব উদ্দিন। চাঁদা ছাড়াও এককালীন টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।পরবর্তীতে শনিবার (১১ জানুয়ারি) সকালে জেল হাজতে প্রেরণ করেন থানা মডেল থানা পুলিশ।