ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় কার্বন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে

বেড়া-সাঁথিয়া সংবাদদাতা

পাবনার কার্বন কারখানায় অভিযান চালিয়ে বুধবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিবেশ দূষণের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারখানায় কর্মরত সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে কালি উৎপাদনের কারখানা স্থাপন করে পরিবেশ দূষণ করছিলো এ কারখানাটি।

এ বিষয়ে গণমাধ্যম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানাটিকে ০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পরিবেশ দূষণ হয় এমন কাজ না করার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আ. মমিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার বছর আগে এই আবাসিক এলাকার সাত বিঘা ফসলি জমিতে ‘ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোং লিঃ’ নামে একটি কারখানা স্থাপন করেন কাশিনাথপুর এলাকার নাম না প্রকাশে এক ব্যক্তি বলেন, ওই কারখানায় বিশাল আকারের ২৪টি চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। এ জন্য প্রতিটি চুল্লিতে ৭৫/৮০ মণ পাঠকাঠি পুড়িয়ে তৈরি করা হয় কার্বন। ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাঁশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন। সম্প্রতি এলাকার বৃদ্ধ ও ছোট শিশুদের শ্বাসকষ্টজাতীয় রোগ দেখা দিচ্ছিলো। এলাকার তিন ফসলি জমির ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

পাবনায় কার্বন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বেড়া-সাঁথিয়া সংবাদদাতা

পাবনার কার্বন কারখানায় অভিযান চালিয়ে বুধবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিবেশ দূষণের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারখানায় কর্মরত সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে কালি উৎপাদনের কারখানা স্থাপন করে পরিবেশ দূষণ করছিলো এ কারখানাটি।

এ বিষয়ে গণমাধ্যম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানাটিকে ০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পরিবেশ দূষণ হয় এমন কাজ না করার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আ. মমিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার বছর আগে এই আবাসিক এলাকার সাত বিঘা ফসলি জমিতে ‘ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোং লিঃ’ নামে একটি কারখানা স্থাপন করেন কাশিনাথপুর এলাকার নাম না প্রকাশে এক ব্যক্তি বলেন, ওই কারখানায় বিশাল আকারের ২৪টি চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। এ জন্য প্রতিটি চুল্লিতে ৭৫/৮০ মণ পাঠকাঠি পুড়িয়ে তৈরি করা হয় কার্বন। ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাঁশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন। সম্প্রতি এলাকার বৃদ্ধ ও ছোট শিশুদের শ্বাসকষ্টজাতীয় রোগ দেখা দিচ্ছিলো। এলাকার তিন ফসলি জমির ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।