অভিনয়ে দেড় যুগ অপূর্ব

- আপডেট সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক
অভিনয়ে দেড় যুগ অতিক্রম করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায় ‘বিয়ের গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার।
নাটকে এখনও সময়ের শীর্ষ অভিনেতাদের তালিকায় রয়েছেন অপূর্ব। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও তার অসংখ্য ভক্ত রয়েছে। পথচলার দেড় যুগ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।
কারণ তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন, আমার বাবা মায়ের কারণে এই পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছি। আমি কৃতজ্ঞতা অমিতাভ ভাই, প্রথম নাটকের নির্মাতা রাকায়েত ভাই, নির্মাতা চয়নিকা চৌধুরী, শিহাব শাহীনসহ বিভিন্ন সময়ে আরও যারা আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। আমি সবার কাছে দোয়া চাই।’
২০০৪ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অপূর্ব বেস্ট হেয়ার হয়েছিলেন। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম নেসক্যাফের বিজ্ঞাপনে মডেল হন।