‘এবার সন্তান রক্ষার লড়াই’ তাপসী

- আপডেট সময় : ০৮:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সের ‘হাসিন দিলরুবা’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে আলোচনায় আসেন লেখক-শিল্পী জুটি কণিকা ঢিলোঁ ও তাপসী পান্নু। গত মাসেই মুক্তি পেয়েছে ‘হাসিন দিলরুবা ২’।
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
এবার নেটফ্লিক্সের জন্যই নতুন প্রকল্পের ঘোষণা দিলেন তাপসী ও কণিকা। ইনস্টাগ্রামে এক দেওয়া বিবৃতিতে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, এবার ‘গান্ধারী’ নামে সিনেমা নিয়ে আসছেন কণিকা ও তাপসী, এটি মা-সন্তানের ভালোবাসার গল্প।
তাপসী পান্নু। ছবি: তাপসীর ইনস্টাগ্রাম হ্যান্ডল
নিজের সন্তানের রক্ষার্থে একটি ‘মিশন’-এ যাবেন তাপসী। তারপর কী হবে, তা নিয়েই এগিয়ে যাবে গল্প। ‘গান্ধারী’র চিত্রনাট্য লিখেছেন কণিকা, ছবিটি প্রযোজনার দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে ‘জোরাম’ পরিচালক দেবাশীষ মাখিজা ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছেন।
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
এই অ্যাকশন-থ্রিলারের ছবির ঘোষণা হওয়ার পরই আন্তর্জালে আগ্রহ দেখিয়েছেন তাপসীর ভক্ত-অনুসারীরা। একজন মন্তব্য করেছেন, ‘অভিনেত্রী হিসেবে তাপসী দারুণ। ওর জন্যই এই সিরিজটি দেখব।’
আরেকজন লিখেছেন, ‘দারুণ খবর। তাপসীকে অ্যাকশনধর্মী কাজে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছি।