রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান করে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার রৌমারী বাজারের কম্পিউটার গলি থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ আবুল কালাম আজাদ (২৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। পুলিশ বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার রৌমারী বাজারের কম্পিউটার গলি থেকে অভিযান চালিয়ে তার গোলামাল দোকানহতে ইয়াবাসহ আজাদ কে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ওসি লুৎফর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান, তিনি বলেন গোলামাল এর ফাঁকে এই মাদক ব্যবসা চালাতো। গ্রেপ্তার আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। (২৫ মে) রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
প্রলয়/তাসনিম তুবা