হত্যার আসল ব্যক্তিদের ফাঁসি ও নিরপরাধ হান্নান মোল্লার মুক্তি চাইলেন নিহতের স্ত্রী

- আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে
কালিয়াকৈর সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর স্বামী হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং এ হত্যাকাণ্ডে হান্নান মোল্লা জড়িত নয় বলে তার মুক্তি চাইলেন নিহত শিপন মিয়ার স্ত্রী ও মামলার বাদী মরিয়ম আক্তার। সোমবার (২৬ মে) কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, গত ৮ই মার্চ আমার স্বামী জরুরী কাজের উদ্দেশ্য বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়ে যান। পরবর্তীতে কাশিমপুর থানা পুলিশের মাধ্যমে জানতে পারি আমার স্বামী শিপন মিয়াকে হত্যা করা হয়েছে এবং মরদেহ গাজীপুর মর্গে রয়েছে।
পরবর্তীতে কাশিমপুর থানা পুলিশ এ হত্যাকান্ডে জড়িত শাজাহান ও সানোয়ার হোসেন ওরফে রাজুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে। তবে ঘটনার প্রায় দুই মাস পর আমার বাড়ীর পাশের হান্নান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মূলত আমি মনে করি মূল আসামি সাজাহান ও সানোয়ার হোসেন রাজু।
কারণ তাদের সাথে আমার স্বামী শিপন মিয়ার পূর্ব শত্রুতা ছিল এবং এই মামলাটি ভিন্নখাতে নেয়ার জন্য আসামি দ্বয় পরিকল্পিতভাবে আমার বাড়ির পাশের হান্নান মোল্লা কে জড়িয়েছে। আমি আমার স্বামী হত্যার সাথে জড়িত শাহজাহান ও সানোয়ার হোসেন রাজুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং হান্নান মোল্লার মুক্তি দাবি করছি।
কাশিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, শিপন মিয়াকে হত্যার পর আসামিরা বাইরে থেকে তালা মেরে চলে যায় পরবর্তীতে ওই বাড়ির মালিক আলাউদ্দিন কাশিমপুর থানা কে অবহিত করলে কাশিপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত শাজাহান সানোয়ার হোসেন রাজুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করি। পরবর্তীতে সাজাহান ও সানোয়ার হোসেন রাজু হান্নান মোল্লার নাম প্রকাশ করলে ঘটনার প্রায় দুই মাস পর হান্নান মোল্লাকে গ্রেফতার করা হয়।