মদনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৯৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে দিনব্যাপী কৃষকদের নিয়ে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ইফাদ ও বিশ্ব ব্যাংকের যৌথ সহায়তায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রোগ্রামের আওতায় জেলা ট্রেনিং অফিসার চন্দন কুমার মহা পাত্রর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.সালমা লাইজু।
এছাড়াও বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং কৃষি অফিসার সালাউদ্দিন কায়সার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, উপজেলা বিএনপির সাবেক, পৌর সদস্য সচিব ধানের শীষের নমিনী মোঃ এনামুল হক,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব (সভাপতি) উপজেলা দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক উপজেলা দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আঙ্গুর রহমান ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন ফসলের বীজবপন থেকে ফসল উত্তোলন পর্যন্ত আধুনিক প্রযুক্তি ও কোলাকৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং ধান, গম, ভুট্টা, তৈলবীজ, আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, জারা লেবু প্রভৃতি ফল এবং আলু, বরবরটি, বেগুন, পটল, করলা, বাধাকপি, লাউ, কুচুর লতি, কাঁচা পেঁপে ও চিচিংগা প্রভৃতি ফসল চাষে পুষ্টি গুনাগুন অক্ষুণ্য রেখে চাষাবাদ করার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা হয়।