কেরানীগঞ্জে ৫ আগস্ট থেকে স্কুলে অনুপস্থিত তবুও বেতন পাচ্ছেন প্রধান শিক্ষক

- আপডেট সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৯২ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ টানা আট মাস বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন তুলে যাচ্ছেন—এমন অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে তিনি স্কুলে অনুপস্থিত। যদিও প্রতিমাসে বেতন উত্তোলনের বইয়ে স্বাক্ষর করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান মোটু বলেন প্রধান শিক্ষক মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করলেও কবে ফিরবেন তা বলেন না। অফিস কক্ষ তালাবদ্ধ। আলমারিতে থাকা কাগজপত্র, কম্পিউটারসহ যন্ত্রপাতি বাসায় নিয়ে গেছেন তিনি। এতে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে।
সহকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন,তিনি সব সময় আমাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। কোনো প্রয়োজনে রুমে গেলে খারাপ আচরণ করতেন
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, “৫ আগস্টের পর কিছুদিন স্কুলে গিয়েছিলাম। কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়। এ কারণে আর যাইনি। বিষয়টি ডিডি স্যারকে জানিয়েছি
কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন কোনো শিক্ষক বিদ্যালয়ে না গিয়ে বেতন নিতে পারেন না। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।