ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১২৪ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

“পরিবেশ রক্ষা করি, স্মার্ট বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; এ.এস.এম. জহির উদ্দিন আকন, বন সংরক্ষক (কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা); এবং কাজী আখতার উল আলম , পুলিশ সুপার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী মুহাম্মদ নূরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম।

প্রধান অতিথি বৃক্ষরোপণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিবেশবান্ধব ২৬টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

উল্লেখ্য, এ বৃক্ষমেলা চলাকালীন বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়াও মেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বনায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

“পরিবেশ রক্ষা করি, স্মার্ট বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; এ.এস.এম. জহির উদ্দিন আকন, বন সংরক্ষক (কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা); এবং কাজী আখতার উল আলম , পুলিশ সুপার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী মুহাম্মদ নূরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম।

প্রধান অতিথি বৃক্ষরোপণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিবেশবান্ধব ২৬টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

উল্লেখ্য, এ বৃক্ষমেলা চলাকালীন বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়াও মেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বনায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।