ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জেলায় শ্রেষ্ঠ ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৪ জুলাই (সোমবার) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ওসি হুমায়ুন কবিরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ভালুকা থানার আওতাধীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁর নেতৃত্ব গঠনমূলক ভূমিকা রেখেছে।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার বলেন, “ওসি হুমায়ুন কবির পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব উদাহরণ। তাঁর উদ্ভাবনী নেতৃত্ব থানার সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে এবং তা অন্যদের জন্য অনুকরণীয়।”

জেলার অন্যান্য থানার ওসি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এই স্বীকৃতি ভালুকা থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

জেলায় শ্রেষ্ঠ ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির

আপডেট সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৪ জুলাই (সোমবার) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ওসি হুমায়ুন কবিরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ভালুকা থানার আওতাধীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁর নেতৃত্ব গঠনমূলক ভূমিকা রেখেছে।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার বলেন, “ওসি হুমায়ুন কবির পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব উদাহরণ। তাঁর উদ্ভাবনী নেতৃত্ব থানার সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে এবং তা অন্যদের জন্য অনুকরণীয়।”

জেলার অন্যান্য থানার ওসি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এই স্বীকৃতি ভালুকা থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।