ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় মেরিনার্স ফুড এন্ড এগ্রোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

সরকার আরিফ ইখতেখার, (বেড়া-সাঁথিয়া প্রতিনিধি)

পাবনার বেড়ায় বিধি বর্হিভূতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই এর লোগো ব্যবহার করায় মেরিনার্স ফুড এন্ড এগ্রোর কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া উপজেলার আমিনপুর থানার সিন্দুরিয়া বাজারে অবস্থিত মেরিনার্স ফুড এন্ড এগ্রোকারখানায় দীর্ঘ দিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ড্রিংক জুস পাউডার, বিস্কুট, চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম আমিনপুর থানা পুলিশের সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে ভোক্তার জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন,এবং অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহারের প্রমান পাওয়া যায়। কারখানা মালিক ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুয়ায়ী কারখানা মালিক মোঃ হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় কারাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়। তাকে বিধি মোতাবেক উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়।
একইদিন বিকেলে আর একটি অভিযান পরিচালনা করা হয় উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজারে অবস্থিত আতিকের দোকানে। অভিযানের বিষয়টি টের পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়। অভিযানিক দল দোকানে তল্লাশি চালিয়ে ১৩ বাণ্ডিল নিষিদ্ধ চায়না দোয়ারি জাল উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে জনসমূখ্যে নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,পরিবেশ, জীববৈচিত্র, মৎস্য সম্পদ, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

পাবনার বেড়ায় মেরিনার্স ফুড এন্ড এগ্রোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সরকার আরিফ ইখতেখার, (বেড়া-সাঁথিয়া প্রতিনিধি)

পাবনার বেড়ায় বিধি বর্হিভূতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই এর লোগো ব্যবহার করায় মেরিনার্স ফুড এন্ড এগ্রোর কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া উপজেলার আমিনপুর থানার সিন্দুরিয়া বাজারে অবস্থিত মেরিনার্স ফুড এন্ড এগ্রোকারখানায় দীর্ঘ দিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ড্রিংক জুস পাউডার, বিস্কুট, চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম আমিনপুর থানা পুলিশের সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে ভোক্তার জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন,এবং অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহারের প্রমান পাওয়া যায়। কারখানা মালিক ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুয়ায়ী কারখানা মালিক মোঃ হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় কারাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়। তাকে বিধি মোতাবেক উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়।
একইদিন বিকেলে আর একটি অভিযান পরিচালনা করা হয় উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজারে অবস্থিত আতিকের দোকানে। অভিযানের বিষয়টি টের পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়। অভিযানিক দল দোকানে তল্লাশি চালিয়ে ১৩ বাণ্ডিল নিষিদ্ধ চায়না দোয়ারি জাল উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে জনসমূখ্যে নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,পরিবেশ, জীববৈচিত্র, মৎস্য সম্পদ, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।