জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বাগেরহাটে জামায়াতের গণ জমায়েত ও মিছিল

- আপডেট সময় : ০১:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
বাগেরহাটে ৩৬ জুলাই (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৫ আগস্ট) বিকাল তিনটায় বাগেরহাট দশানি ট্রাফিক মোড়ে গন জমায়েতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর জামায়াতের হাজার হাজার নেতাকর্মী একটি গন মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে দশানী মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে। জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূসের পরিচালনায় সমাবেশ শুরু হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বক্কর সিদ্দিক,অধ্যাপক রেজাউল করিম,শেখ মনজুরুল হক রাহাদ,হাফেজ মোবারক আলী,মাওলানা আবুল কাশেম, মাওলানা সাহিদুল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাওলানা রেজাউল করিম তার বক্তৃতায় বলেন,”জুলাই শহীদেরা ও আহত জুলাই যোদ্ধারা বৈষম্যমূলক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এক বছর অতিবাহিত হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি হয় নাই,জনগণ জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার চায়। তিনি বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখানোর জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি আরো বলেন জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং ইহাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে , জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না।তিনি আরো বলেন দেশকে দুর্নীতি মুক্ত করে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
এদিন সংক্ষিপ্ত সমাবেশের পর গনমিছিলটি শহরের দশানী মোড় হতে শুরু হয়ে কোর্ট এলাকা অতিক্রম করে বাগেরহাট বাস টার্মিনাল ঘুরে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে ভিআইপি মোড় অতিক্রম করে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। উক্ত সমাবেশ ও মিছিলে জেলার সদর,কচুয়া, ফকিরহাট ও রামপাল উপজেলা থেকে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এ সময় স্লোগানে স্লোগানে জনতার ঢলে রাজপথ মুখরিত হয়ে ওঠে।