ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার বয়স হয়েছিল ৫০ বছর।

পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বকশিবাজারের সরকারি কোয়ার্টারে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে ল্যাবএইড হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম জানান, ভোরেই বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আর বেঁচে নেই। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ধব গ্রামে। তিনি মৃত মকবুল হোসাইনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির বলেন, “তার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

আবু তালেব কর্মজীবনে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

আপডেট সময় : ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার বয়স হয়েছিল ৫০ বছর।

পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বকশিবাজারের সরকারি কোয়ার্টারে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে ল্যাবএইড হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম জানান, ভোরেই বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আর বেঁচে নেই। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ধব গ্রামে। তিনি মৃত মকবুল হোসাইনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির বলেন, “তার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

আবু তালেব কর্মজীবনে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।