রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে
রাজবাড়ী সংবাদদাতা
অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম।
বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষিজমি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছেন না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন, তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। তারা বলেন, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয়, সামনের রবি মৌসুমের ফসলও মারাত্মক হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার রক্ষায় অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।