ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলার ১৩ বছর পর ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে মো. শহিদুল ইসলাম নামের এক যুবককে হত্যার দায়ে ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম এই রায় দেন। রায় ঘোষণার পরপরই আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে চিৎকার করে এ রায়ের বিরোধিতা করেন।

মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী বিরোধের জেরে ২০১১ সালের ৪ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন যুবক মো. শহিদুল ইসলাম। পরদিন নিহতের বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। মামলার বাদী ও আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

পরে পুলিশ ১৭ জনকে আসামি করে ৩০২ ধারায় মামলার অভিযোগ জমা দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা, এমও এবং এজাহারকারীসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আজ প্রকাশ্য আদালত ১৭ আসামির মধ্যে শহীদুল ইসলাম মৃধার অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং অপর ১৬ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

তবে বিবাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম ও মো. মুকুল বলেন, আমরা সঠিক বিচার পাইনি। ন্যায়বিচারের দাবিতে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলার ১৩ বছর পর ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে মো. শহিদুল ইসলাম নামের এক যুবককে হত্যার দায়ে ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম এই রায় দেন। রায় ঘোষণার পরপরই আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে চিৎকার করে এ রায়ের বিরোধিতা করেন।

মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী বিরোধের জেরে ২০১১ সালের ৪ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন যুবক মো. শহিদুল ইসলাম। পরদিন নিহতের বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। মামলার বাদী ও আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

পরে পুলিশ ১৭ জনকে আসামি করে ৩০২ ধারায় মামলার অভিযোগ জমা দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা, এমও এবং এজাহারকারীসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আজ প্রকাশ্য আদালত ১৭ আসামির মধ্যে শহীদুল ইসলাম মৃধার অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং অপর ১৬ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

তবে বিবাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম ও মো. মুকুল বলেন, আমরা সঠিক বিচার পাইনি। ন্যায়বিচারের দাবিতে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।