পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

- আপডেট সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৪ বার পড়া হয়েছে
আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খেলা শেষে প্রতিবেশী শিশুদের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তানভীর জামান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চুটচুটিয়া গছ গ্রামের এ ঘটনাটি ঘটে।
মৃত তানভীর চুটচুটিয়া গছ গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু তানভীর বাড়ির পাশে তার প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলেন। এর মাঝে পাশে থাকা পুকুরে সকলে মিলে গোসল করতে নামেন। সাঁতার না জানায় গোসলের মাঝে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পাশে থাকা শিশুরা তাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসে। তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।