আওয়ামী প্রেতাত্মার হামলার শিকার বিএনপি’র নেতা

- আপডেট সময় : ১১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের ফ্যাসিবাদের প্রত্যেকটি স্তম্ভ ধ্বংস হলেও আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন সময় দেশের শান্তি বিনষ্টের চেষ্টাই সোচ্চার হচ্ছে।
হাসিনা পালানোর পর দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছিলেন, আওয়ামী লীগের পতন হলে আওয়ামী লীগের প্রেতাত্মা ঘুরঘুর করছে। এদের থেকে বাংলাদেশের জনগণকে থাকতে বলেছিলেন তিনি। ওনার এই বাণী সত্য প্রমাণিত হচ্ছে বিভিন্ন স্থানে আওয়ামী প্রেতাত্তদের কাজকর্মে।
যেমন, গতকাল রবিবার গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নে বারতুপা বাজারে আওয়ামী প্রেতাত্মা খোকন বাহিনীর আমরা শিকার হয়েছেন বিএনপি নেতা মুক্তারুল করিম মোড়ল শামীম।
বিনা ভোটের এই আওয়ামী প্রেতাত্মা চেয়ারম্যান এলাকায় মাদক ব্যবসা, চুরা কারবারি, দাঙ্গা হাঙ্গামা, জমি দখল , ইভটিজিং থেকে শুরু করে নানা প্রকার অপকর্মের মদতদাতা।
এই অবৈধ চেয়ারম্যান এর অবৈধ কাজ কর্মের প্রতিবাদ করায় মুক্তারুল করিম মোড়ল শামিম সাহেবের মতো সততা সম্পন্ন মানুষের উপর হমলা করে আওয়ামী প্রেতাত্মা খুকন বাহিনী। খুকনের অপকর্মের প্রতিবাদ করায় মোক্তারুল করিম মোড়ল শামিম সাহেবকে হত্যার উদ্দেশ্যে দা, চাপাতি, রড ও হকিস্টিক নিয়ে মাওয়ানার বারতুপা বাজারে খুকন বাহিনীর হামলার স্বিকার হন। এসময় মোক্তারুল করিম মোড়ল শামিম সহ বেশ কয়েকজন গুরতর আহত হন।
এই ব্যাপারে ঘাতক খুকনকে কল করা হলে কল রিসিভ করেনি খুকন। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।