এবার কাফনের কাপড়ে অবস্থান, যমুনায় প্রতিনিধি দল

- আপডেট সময় : ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) দাবিতে রাজধানীর শাহবাগের শিক্ষার্থী সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। পরে ছয় সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) পৌনে ৬টায় ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের সংগঠক ফারুক মজুমদার।
এ প্রতিনিধি দলে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের রতন, রুম্মান, সাদ, রাসেল, সুমি, মিয়াজি ও সুরাইয়া আলোচনায় বসার জন্য গিয়েছেন।
ফারুক মজুমদার জানায়, তারা সাড়ে ৫টার দিকে যমুনায় প্রবেশ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ৩৫ প্রত্যাশীদের যমুনার সামনে অবস্থান নিতে দেখা গেছে এবং বয়সসীমা ৩৫ বাস্তবায়নে অনবরত স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। অনেকে কাফনের কাপড় পড়ে অবস্থান নিয়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বাস্তবায়ন করা না হচ্ছে, তারা সরছেন না যমুনার সামনে থেকে
এর আগে, বেলা দেড়টায় পদযাত্রা নিয়ে ৩৫ প্রত্যাশীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।
এসময় পুলিশ ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হন বলে দাবি ৩৫ প্রত্যাশীদের।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।