ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে মন্দিরের শিবলিঙ্গ চুরির ৪ ঘণ্টায় উদ্ধার,আসামী গ্রেফতার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৮৮ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার থানাঘাট সংলগ্ন শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি চুরির মাত্র ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা শিব মন্দিরের ভেতরে ঢুকে শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়।

মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোরেরা যে রিক্সাটিতে করে শিবলিঙ্গটি নিয়ে গেছে তা শনাক্ত করে।

এরপর পুলিশ রিক্সার ড্রাইভারকে সনাক্ত করে তাকে অনুসরণ করে টাঙ্গাইল সদর থানার দাইন্না চৌধুরী বাগিল এলাকায় পৌঁছায়। সেখানে আসামী প্রশান্ত কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ আসামীর হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম প্রশান্ত কর্মকার (৩৩)। সে টাঙ্গাইলের দাইন্না চৌধুরী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মন্দিরের পুরহিত দুলাল ভট্টাচার্য বলেন, শিব লিঙ্গটি কোটি টাকার উপরে দাম হবে।শিব লিঙ্গটি চুরি হওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পরি। আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দের মোবাইল ফোন রিসিভ করে উত্তর দিতে দিতে অসুস্থ আমি বরই ক্লান্ত। তবে এটার সাথে যারা জড়িত কেউ যেন ছাড় না পায়। তবে আসামী ছাড়াতে বেশ কয়েকজনে তদবিরে ব্যস্ত বলে জানান তিনি। পুলিশের দ্রুত ব্যবস্থায় মন্দিরের কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুশি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে মন্দিরের শিবলিঙ্গ চুরির ৪ ঘণ্টায় উদ্ধার,আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার থানাঘাট সংলগ্ন শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি চুরির মাত্র ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা শিব মন্দিরের ভেতরে ঢুকে শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়।

মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোরেরা যে রিক্সাটিতে করে শিবলিঙ্গটি নিয়ে গেছে তা শনাক্ত করে।

এরপর পুলিশ রিক্সার ড্রাইভারকে সনাক্ত করে তাকে অনুসরণ করে টাঙ্গাইল সদর থানার দাইন্না চৌধুরী বাগিল এলাকায় পৌঁছায়। সেখানে আসামী প্রশান্ত কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ আসামীর হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম প্রশান্ত কর্মকার (৩৩)। সে টাঙ্গাইলের দাইন্না চৌধুরী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মন্দিরের পুরহিত দুলাল ভট্টাচার্য বলেন, শিব লিঙ্গটি কোটি টাকার উপরে দাম হবে।শিব লিঙ্গটি চুরি হওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পরি। আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দের মোবাইল ফোন রিসিভ করে উত্তর দিতে দিতে অসুস্থ আমি বরই ক্লান্ত। তবে এটার সাথে যারা জড়িত কেউ যেন ছাড় না পায়। তবে আসামী ছাড়াতে বেশ কয়েকজনে তদবিরে ব্যস্ত বলে জানান তিনি। পুলিশের দ্রুত ব্যবস্থায় মন্দিরের কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুশি প্রকাশ করেছেন।