বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
রবিউল ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফ আলী লাল-এর সভাপতিত্বে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সদস্য মোঃ আব্দুল মজিদ মন্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও,জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।