Categories: ফিচার

চাটমোহরে ফসলি জমিতে চলছে পুকুর খনন, আশঙ্কাজনক হারে কমছে জমি

পাবনা সংবাদদাতা

জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না এমন আইন থাকলেও চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল খারপুকুর গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাত-দিন চলছে পুকুর খনন, এতে করে আশঙ্কাজনক হারে কমছে চলনবিলের কৃষি জমি। এদিকে পুকুর খনন রোধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

জানা যায়, উত্তরবঙ্গের শস্যভাণ্ডার খ্যাত পাবনা চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মাছ চাষ অধিক লাভজনক হওয়ায় উঁচু উর্বর তিন ফসলি জমিতে পুকুর কাটার হিড়িক পড়েছে। যার ফলে জমিতে ফসল উৎপাদনের উপরও বিরূপ প্রভাব পড়ছে।

এ জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ধান ও সরিষা আবাদ হয় হান্ডিয়ালে। এই উপজেলায় এক্সক্যাভেটর (ভেকু মেশিন) দিয়ে তিন ফসলি উর্বর জমি কেটে পুকুর খনন করায় প্রতি বছর আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এতে বছর শেষে ফসলি জমির পরিমাণ ভয়ংকরভাবে হ্রাস পাচ্ছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু রাত নয় দিনের বেলাতেও প্রকাশ্য হান্ডিয়াল পুলিশ ফাঁড়ির সামনে ফসলি জমিতে এক্সক্যাভেটর মেশিন দিয়ে খনন করা হচ্ছে পুকুর। আবার সেই জমির খননকৃত মাটি ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে ইটভাটাসহ বিভিন্ন কাজে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ফসলি জমি ও বাড়ি। নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। প্রভাবশালী নেতা হওয়ায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না স্থানীয় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খারপুকুর গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করছেন হাঁসুপুর গ্রামের সাত্তার মন্ডল নামের এক ব্যক্তি। অভিযুক্ত সাত্তার মন্ডল হান্ডিয়াল বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় রাত-দিন কৃষিজমির উপর এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, তিনি দলের প্রভাব খাঁটিয়ে জোর পূর্বক জমিতে পুকুর কাটছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে জানান এলাকাবাসী। তাই ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এব্যাপারে জানতে অভিযুক্ত সাত্তার মন্ডলকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমী) মো. মেহেদী হাসান শাকিল’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ফসলি জমিতে পুকুর খনন করার কোন সুযোগ নেই৷ এব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

প্রলয় ডেস্ক

Recent Posts

২০ আগস্টের মধ্যে জুলাই সনদের মতামত জানাবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…

29 minutes ago

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

2 hours ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

2 hours ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

2 hours ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

2 hours ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

This website uses cookies.