মীর সবুর আহম্মেদ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ময়মনসিংহ মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ছায়েন আলী সাগর, সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক রুমান হাসান শুভ।
সহ-সভাপতি লিমনুর রহমান, সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল ফারনিম, আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন সরকার, জাকির শায়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জিসান, অর্থ সম্পাদক আবু তালিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হাসান সাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আতিক, ক্রীড়া সম্পাদক শাহজামাল স্বাধীন, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. আখলাকুর রহমান শাওন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাজিম উদ্দিন এছাড়াও মন্নাস হোসেন, মাহিদুর হাসান সিফাত, শামীম হোসেন, আশরাফুল হোসেনকে কার্যকরী সদস্য করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের নব্য সভাপতি ছায়েন আলী সাগর বলেন, নিজের দায়িত্ববোধ থেকে দেশের জন্য কাজ করি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ময়মনসিংহের দুর্যোগ মুহূর্তে মহানগর ছাত্র অধিকার পরিষদ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে নাম সংক্ষিপ্ত করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার ছিল সংগঠনটি।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.