ফারুক মিয়া
কুড়িগ্রামের তীব্র শীতের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার ক্রমাগত পতন ঘটছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। শীতের প্রকোপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে গোটা এলাকা। দিনের বেলাতেও সূর্যের দেখা নেই, রাস্তাঘাট ঘন কুয়াশায় আচ্ছাদিত। যানবাহনগুলো বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শ্রমজীবী মানুষের পক্ষে এই তীব্র ঠান্ডায় কাজ করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে যারা খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে বসবাস করেন, তারা শীত নিবারণের জন্য সংগ্রাম করছেন। অনেকেই রাতে একসঙ্গে গাদাগাদি করে কম্বলের নিচে রাত কাটাচ্ছেন।
শীতের প্রভাবে কৃষিকাজেও স্থবিরতা নেমে এসেছে। কৃষকদের মাঠে কাজ করতে অসুবিধা হচ্ছে, যার ফলে শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ বছরে আজকের দিনটি কুড়িগ্রামের জন্য সবচেয়ে শীতল দিন ছিল। তাপমাত্রা নেমে এসেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এই শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, এ পর্যন্ত ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.