গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিমের ৫৬তম জন্মদিন উদযাপন

নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালযয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সানজিদা হান্নান রাহেলার সভাপতিত্বে ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়েদার, দপ্তর সম্পাদক নূরে বোরান লিটন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান রব্বানী, কাইয়ুম উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন শরীফ, যুব বিষয়ক সম্পাদক মুরাদ মৃধা, যুবনেতা লিংকন, সোহেল সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দরা এবং অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।