ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া নিয়ে যা বললেন মাউশি ডিজি এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না: পরিকল্পনা উপদেষ্টা হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক ইজারাদারের কাছে নজরুল জন্মজয়ন্তী’র বরাদ্দ হস্তান্তর করলেন ত্রিশালের ইউএনও কাপাসিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানসহ আহত ১২ মাটি খুঁড়তেই মিলল ডাকাতির কাঁড়ি কাঁড়ি টাকা, ৫ ডাকাত আটক

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী ফারহান ফাইয়াজের নামে একটি সড়কের নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ওই সড়কটির ফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

এ সময় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ।

সড়কটির ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, শহীদ ফাইয়াজ তাদের অন্যতম। তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শহীদের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার একমাত্র সন্তান শহীদ হয়েছে। এ ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। আমার সন্তানের নামে সড়কটির নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও ডিএসসিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থান চলাকালে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার পর থেমে থেমে সংঘর্ষে আহত হন ফারহান ফাইয়াজ। পরে তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রলয়/নাদিয়া ইসলাম

নিউজটি শেয়ার করুন

ই-পেপার

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন

আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী ফারহান ফাইয়াজের নামে একটি সড়কের নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ওই সড়কটির ফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

এ সময় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ।

সড়কটির ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, শহীদ ফাইয়াজ তাদের অন্যতম। তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শহীদের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার একমাত্র সন্তান শহীদ হয়েছে। এ ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। আমার সন্তানের নামে সড়কটির নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও ডিএসসিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থান চলাকালে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার পর থেমে থেমে সংঘর্ষে আহত হন ফারহান ফাইয়াজ। পরে তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রলয়/নাদিয়া ইসলাম