ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া নিয়ে যা বললেন মাউশি ডিজি

- আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। এ জন্য কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে মে মাসের বেতন এবং উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রোববার (১৮ মে) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
মাউশি ডিজি জানান, ‘ইতোমধ্যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে। ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন এবং উৎসব ভাতার অর্থ পাবেন। দুটি হয়তো একসঙ্গে পাবেন না। উৎসব ভাতা আগে ছাড় হতে পারে। এরপর বেতনের অর্থ পাবেন।’
কবে নাগাদ উৎসব ভাতার প্রস্তাব এবং মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান আরও বলেন, ‘ঈদ উৎসবের প্রস্তাব চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। আর মে মাসের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে পাঠানো হতে পারে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন।