ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

গাজীপুরে এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:২২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১৯৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত সোমবার (২৮জুলাই) জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের এডিসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ মঙ্গলবার(২৯ জুলাই) বিকেলে নগরীর পূর্ব জয়দেবপুর রথখোলা এলাকায় রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে এসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ করার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অত্র এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও আছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সমাবেশ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছেন। এছাড়া জিএমপির একাধিক চৌকস টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সদর থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সন্দেহভাজন তল্লাশী, চেকপোস্ট বসিয়ে তল্লাশী জোরদার রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম জানান, জিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনার মহোদয়ের নির্দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৬:২২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত সোমবার (২৮জুলাই) জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের এডিসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ মঙ্গলবার(২৯ জুলাই) বিকেলে নগরীর পূর্ব জয়দেবপুর রথখোলা এলাকায় রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে এসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ করার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অত্র এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও আছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সমাবেশ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছেন। এছাড়া জিএমপির একাধিক চৌকস টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সদর থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সন্দেহভাজন তল্লাশী, চেকপোস্ট বসিয়ে তল্লাশী জোরদার রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম জানান, জিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনার মহোদয়ের নির্দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।