গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র্যালি

- আপডেট সময় : ০২:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় , এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী, কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সহ-সভাপতি, মাওলানা সোবহান মাহমুদ, ফরিদপুর- ৪ আসনের রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক ,যুব মজলিস মজলিস সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ছাত্র মজলিস সভাপতি মোল্লা রুহুল আমিন সহ শ্রমিক মজলিস সভাপতি মুফতি নুরুল ইসলাম। এসময় ফরিদপুরের বিভিন্ন থানা দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গত ১৬ বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, ছাত্র – জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের কাছে পুরো জাতি কৃতজ্ঞ। এ স্বাধীনতা যেন বিপন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনে স্বৈরাচার মুক্ত দেশ গড়তে হবে । জালেমদের বিরুদ্ধে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।