ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কওমি শিক্ষার্থীদের বিসিএসে অংশগ্রহণ করতে না দেওয়া বৈষম্য: ফয়জুল করিম

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৬ বার পড়া হয়েছে

ছবি অনলাইন সংগৃহীত

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বিসিএসে অংশগ্রহণের সুযোগ না দেয়া বৈষম্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, “কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য ঠিক থাকবে এ বিষয়ে সকলে একমত। কওমি মাদরাসার স্বীকৃতির জন্য শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের আন্দোলনে আমার বাবা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই হসপিটাল থেকে রাজপথে শরীক হয়েছিলেন। তার উপস্থিতিতে শায়খুল হাদীস বলেছিলেন ‘আমি আমার ডান হাত পেয়েছি’।

তিনি আরও বলেন, ‘আমরা কওমি মাদরাসার স্বাতন্ত্র্য বজায় রেখে যথাযথভাবে স্বীকৃতি ও অধিকার চাই। একজন কওমি মাদরাসার ছাত্রকে বিসিএসে অংশগ্রহণের সুযোগ না দেয়া চরম বৈষম্য। একজন কওমির ছাত্র বিসিএসে অংশ নিয়ে উত্তীর্ণ না হলে আপত্তি নেই। কিন্তু তাকে কেন বিসিএসে অংশ নিতে দেয়া হবে না।

চরমোনাই পীর বলেন, দেশের সাধারণ শিক্ষার ক্ষেত্রে নৈতিকতা শিক্ষা দেয়া হয় না। কওমি মাদরাসার ছেলেরা বিসিএসে সরাসরি অংশ নিতে পারে না। আমরা চাই সবক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিবে। ইসলামিক ফাউন্ডেশন, মডেল মসজিদে সবচেয়ে যোগ্য হওয়ার পরেও কওমি মাদ্রাসার ছাত্র হয়ে তারা মডেল মসজিদে খেদমত করতে পারে না।

তিনি বলেন, নৈতিক শিক্ষা না থাকায় দেশে দুর্নীতি বাড়ছে। কাজী হিসেবে কওমি মাদ্রাসায় শিক্ষিতদেরকে নিয়োগ দিতে হবে। কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য ঠিক রেখে তাদের সনদের মান নিশ্চিত করতে হবে। বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

কওমি শিক্ষার্থীদের বিসিএসে অংশগ্রহণ করতে না দেওয়া বৈষম্য: ফয়জুল করিম

আপডেট সময় : ১১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বিসিএসে অংশগ্রহণের সুযোগ না দেয়া বৈষম্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, “কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য ঠিক থাকবে এ বিষয়ে সকলে একমত। কওমি মাদরাসার স্বীকৃতির জন্য শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের আন্দোলনে আমার বাবা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই হসপিটাল থেকে রাজপথে শরীক হয়েছিলেন। তার উপস্থিতিতে শায়খুল হাদীস বলেছিলেন ‘আমি আমার ডান হাত পেয়েছি’।

তিনি আরও বলেন, ‘আমরা কওমি মাদরাসার স্বাতন্ত্র্য বজায় রেখে যথাযথভাবে স্বীকৃতি ও অধিকার চাই। একজন কওমি মাদরাসার ছাত্রকে বিসিএসে অংশগ্রহণের সুযোগ না দেয়া চরম বৈষম্য। একজন কওমির ছাত্র বিসিএসে অংশ নিয়ে উত্তীর্ণ না হলে আপত্তি নেই। কিন্তু তাকে কেন বিসিএসে অংশ নিতে দেয়া হবে না।

চরমোনাই পীর বলেন, দেশের সাধারণ শিক্ষার ক্ষেত্রে নৈতিকতা শিক্ষা দেয়া হয় না। কওমি মাদরাসার ছেলেরা বিসিএসে সরাসরি অংশ নিতে পারে না। আমরা চাই সবক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিবে। ইসলামিক ফাউন্ডেশন, মডেল মসজিদে সবচেয়ে যোগ্য হওয়ার পরেও কওমি মাদ্রাসার ছাত্র হয়ে তারা মডেল মসজিদে খেদমত করতে পারে না।

তিনি বলেন, নৈতিক শিক্ষা না থাকায় দেশে দুর্নীতি বাড়ছে। কাজী হিসেবে কওমি মাদ্রাসায় শিক্ষিতদেরকে নিয়োগ দিতে হবে। কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য ঠিক রেখে তাদের সনদের মান নিশ্চিত করতে হবে। বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়।