ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৫৬ বার পড়া হয়েছে

শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণ জুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়।

ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, আয়োজকদের একজন বলছেন, স্বৈরাচারকে জুতা মারুন, কোক-মোজো জিতে নিন। এ সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেওয়া হয়।

জুতা নিক্ষেপ করা একজন নারী বলছিলেন, আরও জুতা মারার ইচ্ছে ছিল, সময় কম তাই পারিনি। আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি।’ জুতা মারার পর মোজো পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘মোজো পাওয়ার জন্য (জুতা) মারতে আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন।

তিনি আরও বলেন, ‘শুনলাম আজ তার (শেখ হাসিনা) জন্মদিন। তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হলো জুতা পুটুনি। তিনি বলেন, ‘যেই সরকারই আসুক না কেন, এটা একটি মেসেজ। দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয়, আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করবো এবং প্রয়োজনে জুতাপিটুনি করবো।

জুতা কেন মারছেন- প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন খুনি। তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন। অনেক মানুষ খুন করেছেন, এ জন্য…। আরেক শিক্ষার্থী বলছিলেন, ‘তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই।’

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণ জুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়।

ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, আয়োজকদের একজন বলছেন, স্বৈরাচারকে জুতা মারুন, কোক-মোজো জিতে নিন। এ সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেওয়া হয়।

জুতা নিক্ষেপ করা একজন নারী বলছিলেন, আরও জুতা মারার ইচ্ছে ছিল, সময় কম তাই পারিনি। আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি।’ জুতা মারার পর মোজো পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘মোজো পাওয়ার জন্য (জুতা) মারতে আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন।

তিনি আরও বলেন, ‘শুনলাম আজ তার (শেখ হাসিনা) জন্মদিন। তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হলো জুতা পুটুনি। তিনি বলেন, ‘যেই সরকারই আসুক না কেন, এটা একটি মেসেজ। দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয়, আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করবো এবং প্রয়োজনে জুতাপিটুনি করবো।

জুতা কেন মারছেন- প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন খুনি। তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন। অনেক মানুষ খুন করেছেন, এ জন্য…। আরেক শিক্ষার্থী বলছিলেন, ‘তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই।’