বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি

মেয়েদের ব্রেকআপের সহজ পথ দেখিয়ে দিলেন কাল্কি

মেয়েদের ব্রেকআপের সহজ পথ দেখিয়ে দিলেন কাল্কি

বিনোদন ডেস্ক

বিয়ে কিংবা সংসারের চেয়ে একের পর এক প্রেমে জড়ানোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন কাল্কি কোয়েচলিন। কোনো সম্পর্কে জড়িয়েও কখনও এক জায়গাতে স্থির থাকেননি।

আর সে কারণেই ব্রেকআপের সময় কাল্কির মাথায় ঘুরত নতুন নতুন আইডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ব্রেকআপের আইডিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ফরাসি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়। কারণ, কখনোই এক সঙ্গীতে খুশি ছিলেন না এই অভিনেত্রী।

সময়ের সাথে সাথে পোশাক বদলানোর মত সঙ্গীও বদলাতেন কাল্কি। সে পথ পরিস্কার রাখতে সম্পর্ক ভাঙায়ও পটু ছিলেন; সে অভিজ্ঞতা থেকেই এবার সম্পর্ক ভাঙার সহজ পথ দেখিয়ে দিলেন এই অভিনেত্রী।

এক পডকাস্টে কাল্কি বলেন, ‘আসলে শান্তিপূর্ণভাবে ব্রেকআপ করাটা খুবই কষ্টকর ব্যাপার। যদি ব্রেকআপ শান্তিপূর্ণ হয়, তাহলে কারও কোনও আপত্তি থাকে না।’

কাল্কি বলেন, ‘এই যেমন, আমি সবসময়ই শান্তিপূর্ণ ব্রেকআপের স্বপক্ষে।’ স্পষ্টত যে, মেয়েদের উদ্দেশ্যেই এই আইডিয়া দিলেন কাল্কি।

বললেন, ‘এ ব্যাপারে সবচেয়ে সহজ পথ হল পুরুষ মানুষটিকে বলে দাও, তুমি অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছ। দেখবে খুব শান্তিপূর্ণভাবে ব্রেকআপ হয়ে যাবে।

পরিচালক অনুরাগক ক্যাশপকে বিয়ে করে জমিয়ে সংসার করছিলেন কাল্কি। দু বছর পর হঠাৎই বিচ্ছেদ ঘটে তাদের। এরপর পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কাল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি।

বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ এই অভিনেত্রী। কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান কাল্কি কোয়েচলিন।

অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়