বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় ফরিদপুরে শিক্ষক নিয়োগে আ’লীগ নেতার অনিয়ম : অর্থ আত্মসাতের অভিযোগ কদমতলীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, আল মদিনা নার্সিং হোম বন্ধের দাবি ১৬ বছর পর স্বামীকে কাছে পেয়েও দুঃশ্চিন্তায় স্ত্রী রাশেদা ময়মনসিংহে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বেড়ায় কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সরকারি পাইলট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুলবাড়িয়ায় পাটুলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গয়েশপুর মেধা বিকাশ একাডেমিতে শীতের পিঠা উৎসব সালথায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান

দিশার প্রেমিকের সঙ্গে গোয়ার পুলে নাতাশা!

দিশার প্রেমিকের সঙ্গে গোয়ার পুলে নাতাশা!

বিনোদন ডেস্ক

বহু জল্পনার পরে বিচ্ছেদের পথে হাঁটেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা। এমনকি, হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি, ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজের দেশে চলে যান নাতাশা। মাস খানেক সার্বিয়ায় কাটিয়ে ফিরে আসেন মুম্বাইয়ে। তারপর শহরের বিভিন্ন জায়গা দেখা মিলেছে নাতাশার।

বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা। জানা যায়, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার অভিনেত্রী দিশা পটানির চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া গেলেন নাতাশা।

ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে প্রাক্তন প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিয়েছেন বেশ কয়েকবার। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তার সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে বার বার একসঙ্গে দেখা গেছে। এদিকে টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দিশার সঙ্গে আলেকজান্ডারের প্রেমের চর্চা।

নিজের বাহুতে দিশার মুখের উল্কি করিয়েছেন তিনি। এবার দিশার চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া গিয়ে জলকেলিতে মাতলেন নাতাশা।একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাঁতার পুলে টায়ার টিউবের উপর শুয়ে আছেন নাতাশা। তখনই চুপিচুপি পিছন থেকে এসে তাকে জলে ফেলে দেন অ্যালেক্সজান্ডার। চমকে ওঠেন নাতাশা। তাদের দুজনের পরনেই স্নান পোশাক।

একে অন্যের সঙ্গ যে চুটিয়ে উপভোগ করছেন তা বোঝাই যাচ্ছে। তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘হার্দিক বেঁচে গিয়েছে, কী মেয়ে।’ আরেকজন লেখেন, ‘হার্দিক কিন্তু লুকিয়ে লুকিয়ে সব দেখছেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়